সাবেক মন্ত্রী নুরুল হুদা বুধবার (২৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন।
শনিবার (২৮ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। বাদ আছর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়।
প্রয়াত নুরুল হুদার বাসা মহাখালী ডিফেন্স অফিসার হাউজিং সোসাইটি’র (ডিওএইচএস) ১৭ নম্বর সড়কের ২৪২ নম্বর হোল্ডিংয়ে।
বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে জানান, পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনকে সান্তনা দিতে রাত ৯টায় খালেদা জিয়া প্রয়াত নুরুল হুদার বাসায় যাবেন। তার সঙ্গে দলের বেশ কয়েকজন শীর্ষ নেতাও থাকতে পারেন।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৭
এজেড/ওএইচ/