সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে নীলু বলেন, রাষ্ট্রপতির সংলাপে অংশ নেওয়া ৩১টি রাজনৈতিক দলের কাছে ৫টি করে নাম চাওয়াকে ন্যাশনাল পিপলস্ পার্টি রাজনৈতিক তামাশা ছাড়া অন্য কিছুই মনে করেন না।
তিনি বলেন, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) পক্ষ থেকে পরিস্কার ভাষায় বলতে চাই, রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশন গঠন করতে হবে শাসনতন্ত্র মেনে। এখানে রাজনৈতিক তামাশার কোনো সুযোগ নেই।
সংসদে আইন প্রনয়ণের সুযোগ থাকা সত্বেও সার্চ কমিটি গঠন করে সাংবিধানিক পথ পরিহার করা হয়েছে, যা কোনো ক্রমেই কাম্য ছিল না। সুতরাং রাজনৈতিক তামাশা বাদ দিয়ে শাসনতন্ত্র মোতাবেক নির্বাচন কমিশন গঠনের জন্য আমরা আহবান জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এজেড/বিএস