ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইল-৪ আসনে উপ-নির্বাচন ভোট চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
টাঙ্গাইল-৪ আসনে উপ-নির্বাচন ভোট চলছে

টাঙ্গাইল: জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে উপ-নির্বাচেন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ উপ-নির্বাচনে প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত হাসান ইমাম খান সোহেল হাজারি (প্রতীক: নৌকা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর প্রার্থী আতাউর রহমান খান (প্রতীক: টেলিভিশন) ও ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) প্রার্থী ইমরুল কায়েস (প্রতীক: আম)।

সব কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর পোলিং এজেন্ট থাকলেও অন্য দুই প্রার্থীর কোনো এজেন্ট কেন্দ্রে দেখা যায়নি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম জানান, কালিহাতী উপজেলার দুইটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে দুই লাখ ৯০ হাজার ৫৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৪৬ হাজার ৮০০ এবং পুরুষ ভোটার এক লাখ ৪৩ হাজার ২৫৫। উপজেলার ১০৭টি ভোট কেন্দ্রের ৬৬১টি কক্ষে ভোটগ্রহণ চলছে।
 
২০১৫ সালের ১ সেপ্টেম্বর সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।


বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।