মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল থেকে মন্ত্রিপরিষদ বিভাগে সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দেয়- এলডিপি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, ন্যাপ মোজাফফর, জমিয়তে ওলামা ইসলাম, খেলাফত আন্দোলন, জাসদ (ইনু), তরিকত ফেডারেশন।
সোমবার (৩০ জানুয়ারি) থেকে মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা সোয়া ১১টা পর্যন্ত ১৪টি রাজনৈতিক দল তাদের নামের তালিকা জমা দিয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদ।
তবে বেলা ১১টা পর্যন্ত নামের তালিকা জমা দেওয়ার কথা থাকলেও সোমবার সার্চ কমিটির বৈঠকে জমা দেওয়ার সময় আরো চার ঘণ্টা বৃদ্ধি করা হয়।
তবে নামের তালিকা জমা দিতে এখন পর্যন্ত বড় দলগুলোর কোনো প্রতিনিধিকে দেখা যায়নি।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৭
এমআইএচ/বিএস