ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধা জেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
গাইবান্ধা জেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার

গাইবান্ধা: সরকারি কাজে বাধা ও নাশকতা মামলায় গাইবান্ধা জেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রনিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে জেলা শহরের শাপলা মিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রনি সদর উপজেলার বল্লমঝাড়া ইউনিয়নের দক্ষিণ ধানঘড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বাংলানিউজকে জানান, পুলিশি কাজে বাধা ও একাধিক নাশকতা মামলার আসামি রনি। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে শহরের শাপলা মিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, থানা হাজতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।