বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান বেলা সাড়ে ১১টায় বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, উচ্চ আদালতের অনুমতিপত্র এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছিলেন শফিক রেহমান।
বিমান বন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে শফিক রেহমানের লাগেজ তুলে দেওয়া হয় প্লেনে। কিন্তু তিনি প্লেনে ওঠার আগ মুহূর্তে এসে ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা শফিক রেহমানকে বলেন, আপনার ব্যাপারে আমরা কোনো ক্লিয়ারেন্স পাইনি। সুতরাং আপনাকে এখান থেকে ফিরে যেতে হবে। এরপর বিমানবন্দর থেকে সোজা বাসায় ফিরে যান শফিক রেহমান।
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজেড/বিএস/এসএইচ