শনিবার (১১ মার্চ) দুপুরে সাভারের আমিনবাজার এলাকায় মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, জঙ্গি দমনে বিশ্বের বিভিন্ন দেশের থেকে আমরা অনেক বেশি সাফল্য পেয়েছি।
বর্তমান সময়ে একটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত করে শিক্ষার্থীদের ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট কামরুল।
এসময় তিনি বিএনপি-জামায়াতের যেকোনো ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির সভাপতি হাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগ, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেকসহ স্কুলের শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
আইএ