ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

বর্তমান সরকার কৃষকদের অনেক সুবিধা দিয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, এপ্রিল ৭, ২০১৭
বর্তমান সরকার কৃষকদের অনেক সুবিধা দিয়েছে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

নীলফামারী: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, বর্তমান সরকার কৃষকদের অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে। এই সরকারের আমলে কৃষক ঠিক সময়ে সার পাচ্ছেন এবং তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছেন।

শুক্রবার (০৭ এপ্রিল) দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, বিএনপি জোট শুধু দুর্নীতি করতে জানে তারা কখনো সাধারণ জনগণের দুঃখ কষ্ট বোঝে‍ শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট ক্ষমতায় থাকলে দেশ বাঁচবে, কৃষক বাঁচবে।

জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন- কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা।

এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি চাষী এম এ করিম, ফারুক আলম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।