ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএনপির কেন্দ্রীয় নেতা সাঈদুর রহমান বাচ্চু গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, এপ্রিল ১০, ২০১৭
বিএনপির কেন্দ্রীয় নেতা সাঈদুর রহমান বাচ্চু গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে শহরের পুরাতন পোস্ট অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাঈদুর রহমান বাচ্চু শহরের দরগাপট্টি মহল্লার বাসিন্দা।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন পোস্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে বিএনপি নেতা বাচ্চুকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধদান ও নাশকতার অভিযোগে দায়ের করা ১০টিরও বেশি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।