মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজ-আল আসাদ উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকাসহ এর আশপাশে সব রকম সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ জারি করেন। পরবর্তী নিদের্শ দেয়া না পর্যন্ত এ ধারা বহাল থাকবে।
দলীয় সূত্র জানায়, ২০ জুন দেবহাটা উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে সভা চলাকালে ভাইস চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন বাদী হয়ে দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণিসহ সাতজনের নাম উল্লেখ করে দেবহাটা থানায় ২১ জুন মামলা দায়ের করেন। এ মামলায় সোমবার (৩ জুলাই) উপজেলা চেয়ারম্যান হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন পান।
দীর্ঘদিন এলাকার বাইরে অবস্থান করার পর জামিন পেয়ে মঙ্গলবার এলাকায় ফিরে আসাকে কেন্দ্র করে পারুলিয়া বাসস্ট্যান্ডে তাকে সংবর্ধনার আয়োজন করে সমর্থকরা।
একই স্থানে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় সন্ধ্যার পর থেকে উপজেলা প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে।
এ বিষয়ে ইউএনও হাফিজ-আল আসাদ বাংলানিউজকে জানান, দু'পক্ষ একই স্থানে সমাবেশ ডাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পারুলিয়া এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
আরবি/