ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সোনাগাজী উপজেলা জামায়াতের আমির গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৪, জুলাই ৫, ২০১৭
সোনাগাজী উপজেলা জামায়াতের আমির গ্রেফতার সোনাগাজী উপজেলা জামায়াতের আমির গ্রেফতার-ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মো. মোস্তফাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (০৫ জুন) দুপুরে উপজেলার খাদিজাতুল কোবরা মহিমা মাদ্রাসা সংলগ্ন ভূঁইয়া বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোস্তফা ওই মাদ্রাসার শিক্ষক ও সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের জমাদার বাড়ির শফি উল্লাহর ছেলে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির বিষয়টি বাংলানিউজকে জানান।

মোস্তফার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারিসহ তিনটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭

এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।