ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সভাপতি সুফিয়া, ফরিদা সাধারণ সম্পাদক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
সভাপতি সুফিয়া, ফরিদা সাধারণ সম্পাদক সভাপতি সুফিয়া বেগম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন

ঢাকা: সুফিয়া বেগমকে সভাপতি, ফরিদা ইয়াসমিনকে সাধারণ সম্পাদক ও দিলারা শিরিনকে সাংগঠনিক সম্পাদক করে কুমিল্লা জেলা (উত্তর) জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (০৫ জুলাই)  মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এ কমিটি অনুমোদন করেন।

৫১ সদস্য বিশিষ্ট আংশিক এ কমিটিতে  উপদেষ্টা  রাখা হয়েছে দুইজনকে।

এরা হলেন- আকতার খানম ও রহিমা আক্তার।

কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহসভাপতি শেফালী আক্তার, সহ-সভাপতি জেসমিন আক্তার, হাসিনা ভূইয়া, আনোয়ারা জামান, রুবি ইসলাম,আইরিন সরকার,  মাহমুদা খানম, পরুশা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সামিয়া সুলতানা শিলা, কাজী তাহমিনা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ পারভীন, নুরজাহান বেগম, সমাজকল্যাণ বিষয়ক সম্পদাক মাহবুবা আক্তার,  দপ্তর সম্পাদক খালেদা আক্তার শিল্পী, সহদপ্তর সম্পাদক লিপি আক্তার,  প্রচার সম্পাদক শিরিনা আক্তার, সহপ্রচার সম্পাদক রুমা মজুমদার ভূইয়া, কোষাধ্যক্ষা নারগিস আক্তার, তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমা সিদ্দিকা হলি, সহ তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক আয়শা সিদ্দিকা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাকসুদা চৌধুরা, শিক্ষা বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার ডালিয়া, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহিদা আক্তার, পল্লী উন্নয়ন সমবায় ও গ্রাম বিষয়ক সম্পাদক ফেরদৌসী আক্তার লাকী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিউটি আক্তার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাসলিমা বেগম, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার, নারী অধিকার বিষয়ক সম্পাদক রেখা ভূইয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কোহিনুর বেগম,  ত্রাণ বিষয়ক সম্পাদক  জোসনা বেগম ও কুটির শিল্প  বিষয়ক সম্পাদক জাহানারা বেগম।

সদস্যরা হলেন- নুরজাহান বেগম, বানু বেগম, ফারিজা আক্তার রুনা, শাহানাজ আক্তার, জাহানারা বেগম, লুৎফুন নাহার, লাকী আক্তার, রেহেনা আক্তার,লুৎফুন নাহার শিল্পী, শিরিনা আক্তার, রুমা আক্তার, খোদেজা বেগম, শানু আক্তার. নাসিমা আক্তার ও মিনু আক্তার।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
এজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।