ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জামায়াত-শিবির ছেড়ে দুই শতাধিক নেতাকর্মীর জাপাতে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
জামায়াত-শিবির ছেড়ে দুই শতাধিক নেতাকর্মীর জাপাতে যোগদান জামাত নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান- ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে দুই শতাধিক নেতাকর্মী জামায়াত-শিবির ছেড়ে জাতীয় পার্টিতে (জাপা) যোগদান করেছেন।

বুধবার (০৫ জুলাই) দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে জামায়াত বর্জন করেন।

এ সময় জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুলের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

চন্দ্রপুর ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত এ অনুষ্ঠানে জামায়াতের রুকন জাকির হোসেন ও ইসলামী ছাত্রশিবির কর্তৃক পরিচালিত লালমনিহাট জেলা টর্নোডো শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক প্রভাষক আতাহার আলী মিঠু'র নেতৃত্বে দুই শতাধিক জামায়াত শিবির ও বিএনপি'র নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।

চন্দ্রপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য নিজাম উদ্দিনের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম- সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল।

বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডা. নাজির হোসেন আহমেদ।

এর মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-  আদিতমারী উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক বিধান চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শামসুজ্জামান সবুজ, হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ. সভাপতি ও সাবেক গোতামারী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সদ্য যোগদানকৃত ফরহাদ হোসেন মাস্টার, জাপা নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গজর উদ্দিন পাটোয়ারী, রফিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা কৃষক পার্টির সভাপতি আব্দুল কাদের মাস্টার, ছাত্রসমাজের সভাপতি মোসলেহ্ উদ্দিন লিটন প্রমুখ।

পরে স্থানীয় ও টেলিভিশন শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।