ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ধুনটে নাশকতা মামলার আসামি জামায়াত নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
ধুনটে নাশকতা মামলার আসামি জামায়াত নেতা গ্রেফতার

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি গোপালনগর ইউনিয়ন জামায়াতের আমির আমানুল্লাহকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৬ জুলাই) ভোর রাতে উপজেলার খাটিয়ামাড়ী বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

বেলা ১১টার দিকে ধুনট থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) ফারুকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (৩০ জুন) দিবাগত গভীর রাতে সান-রাইজ কোচিং সেন্টারে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ধংসাত্বক কার্যক্রম ও নাশকতা সৃষ্টির লক্ষে গোপন বৈঠক বসেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত ও শিবিরের প্রায় ২০-২২ জন নেতাকর্মী কৌশলে পালিয়ে যান। পরে কোচিং সেন্টারে তল্লাশি চালিয়ে শিবিরের সংবিধান, মাসিক প্রেরণা, ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি, পলাশি থেকে বাংলাদেশ, মুক্তির জয়গান, ছাত্র সংসদ বই, সরকার বিরোধী বিভিন্ন পোষ্টারসহ ২১টি জিহাদি বই, একটি চাপাতি ও একটি চাকু জব্দ করা হয়।

এ ঘটনায় ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা জামায়াতের সাবেক আমির রেজাউল করিম বাচ্চু, উপজেলা জামায়াতের আমির বাকি বিল্লাহসহ জামায়াত-শিবিরের ১৪জন নেতাকর্মীকে আসামি করা মামলা দায়ের করা হয়। গ্রেফতার আমানুল্লাহ এই মামলার এজাহার নামীয় আসামি।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
এমবিএইচ/বিএস

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।