শুক্রবার (৭ জুলাই) দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুর টোলপ্লাজা এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘মানুষ হত্যা করে আমরা রাজনীতি করি না।
দেশে নির্যাতন নিপীড়ন বন্ধ করতে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় পাঠানোর আহ্বান জানান তিনি।
ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সুফি মাহমুদের সভাপতিত্বে এবং যুব সংহতি নেতা ও সিলেট জেলা পরিষদ সদস্য আশিক মিয়ার পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, সাংগঠনিক সম্পাদক মুনিম চৌধুরী বাবু এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আক্তার, কেন্দ্রীয় সদস্য পীর ফজলুর রহমান এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি, দলের যুগ্ম মহাসচিব স্থানীয় সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লা সিদ্দিকী, জাপা নেতা শংকর পাল, এ্যাডভোকেট আবদুল হাই কাইয়ুম, সিতাব আলী, আবুল খায়ের আখতার হোসেন মনির, মকবুল হোসেন প্রমুখ। শুরুতে কুরআন তিলাওয়াত করেন মাওলানা শামসুল ইসলাম।
অনুষ্ঠানে ওসমানীনগরের বন্যাকবলিতদের মধ্যে চাল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সাড়ে ৪ হাজার পরিবারের সদস্যদের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৭
এনইউ/আরআই