ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি জোটের নির্বাচনে আসার বিকল্প নেই’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৫, জুলাই ৮, ২০১৭
‘বিএনপি জোটের নির্বাচনে আসার বিকল্প নেই’ বক্তব্য দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ-ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বিএনপি জোটের নির্বাচনে আসার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শনিবার (৮ জুলাই) রাজধানীর বনানীতে একটি ফার্নিচার কোম্পানির শো-রুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তোফায়েল আহমেদ বলেন, আগামী ২০১৯ সালের ২৯ জানুয়ারি বর্তমান সরকারের মেয়াদ পূরণের আগের ৯০ দিনের মধ্যে যেকোনো সময় একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ওই নির্বাচনে বিএনপি জোটের আসার কোনো বিকল্প নাই। নির্বাচনে না এসে অরাজকতা সৃষ্টি করলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। অরাজক পরিস্থিতি থাকলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
এসই/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।