তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৯৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ২০০ ভোট।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।
এদিকে, জেলা পরিষদের নয় নম্বর ওয়ার্ডের স্থগিত নির্বাচনে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একই সঙ্গে জেলা পরিষদের সংরক্ষিত আসন ৩-এ মহিলা আওয়ামী লীগের নেত্রী রোজিনা কান্টু ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজীর আহমেদ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
আরবি/