ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নিকলী ও ভৈরবে আ'লীগের ২ প্রার্থী বিজয়ী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, জুলাই ১৩, ২০১৭
নিকলী ও ভৈরবে আ'লীগের ২ প্রার্থী বিজয়ী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলীর সদর ইউনিয়ন পরিষদ ও ভৈরবের সাদেকপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই প্রার্থী বিজয়ী হয়েছেন।

নির্বাচনে নিকলীর সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহরিয়ার আহম্মেদ তুলিপ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৬২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ডা. কফিল উদ্দিন পেয়েছেন ৭ হাজার ১৩৯ ভোট।

এছাড়া ভৈরবের সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরকার মো. সাফায়েত উল্লাহ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ২০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. তোফাজ্জল হক মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৫৯৭ ভোট।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসির উদ্দিন মাহমুদ ও ভৈরবের ইউএনও দিলরুবা আহমেদ নির্বাচনের ভোটের ফলাফলের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

নিকলীর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার বুরহান উদ্দিনের গত ১৯ মে মৃত্যু হয়। যার ফলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

ভৈরবের সাদেকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিকের গত ১১ মার্চ মৃত্যু হয়। এতে করে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।