বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে শুনানি শেষে রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ শাহানাজ পারভিন তাদের বিরুদ্ধে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন জানায়।
রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বাংলানিউজকে জানান, শনিবার (০৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার আমোদপুর এলাকায় গোপন বৈঠক করার সময় অভিযান চালিয়ে তাদের আটক করে বাঘা থানা পুলিশ।
আটক অন্যরা হলেন, চারঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াতের জেলা সেক্রেটারি নাজমুল হক, বাঘা পৌর জামায়াতের নেতা সাইফুল ইসলাম, আড়ানী পৌর জামায়াতের আমির সামশুল ইসলাম, বাঘা বাউসা ইউনিয়ন জামায়াত সভাপতি মজিবুর রহমান, বাজুবাঘা ইউনিয়ন সভাপতি ওয়াজেদ আলী, জামায়াত নেতা সেকেন্দার আলী, মোয়াজ্জেম হোসেন, আহম্মদ আলী ও রফিকুল ইসলাম।
ওসি আলী মাহমুদ জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছিল। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার (০৯ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
এসএস/এসএইচ