ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে খালেদা 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, জুলাই ১৩, ২০১৭
স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে খালেদা  ফাইল ফটো

ঢাকা: দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে রাজধানীর গুলশান-২ এ তার বাসভবন ‘ফিরোজা’য় এ বৈঠক শুরু হয়।  
 
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত রয়েছেন।

 

‍দলীয় সূত্রে জানা যায়, কয়েক দিনের মধ্যেই ব্যক্তিগত সফরে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। লন্ডন যাত্রার আগে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা নিয়ে বিএনপি প্রধান এ বৈঠক ডেকেছেন।  
সেখানে অবস্থানকালে দলের কর্মকাণ্ড সমন্বয়ের দায়িত্ব ন্যস্ত এবং সিনিয়র ভাইস চেয়ারম্যানের সঙ্গে আলোচনার বিষয়বস্তু নিয়েও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে কথা বলবেন খালেদা জিয়া।  

এছাড়া ষোড়শ সংশোধনী সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর এটাই স্থায়ী কমিটির প্রথম বৈঠক। এ বিষয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছে সূত্র।  

দলীয় সূত্র বলছে, নিজের চিকিৎসা ছাড়াও বড় ছেলে তারেক রহমান ও প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই তার এ সফর।
 
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
এজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।