ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে স্বাস্থ্য, পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম

হবিগঞ্জ: সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। আর এ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে বিজয়ী করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য, পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জের লাখাই উপজেলায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাঁচ বছর পরপর নির্বাচন আসলে জনগণ নিজের ইচ্ছা প্রকাশের সুযোগ পায়।

আর আওয়ামী লীগ ভাল কাজ করে বলেই বার বার জনগণের ভোটে নির্বাচিত হয়।

তিনি আরো বলেন, খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী। শেখ হাসিনা হবিগঞ্জে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ন্যায় সারাদেশে উন্নয়ন কাজ করেন। কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি করে।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি ও লাখাই উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।