ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে পুলিশি বাধায় যুবদলের মিছিল পণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
বরিশালে পুলিশি বাধায় যুবদলের মিছিল পণ্ড বরিশালে পুলিশি বাধায় যুবদলের মিছিল পণ্ড

বরিশাল: যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ মিছিল পুলিশে বাধায় পণ্ড হয়ে গিয়েছে।

যুবদল বরিশাল জেলা (দক্ষিণ) শাখার উদ্যোগে শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে নগরের সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে সদর রোডে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশি বাধায় তা অশ্বিনী কুমার হল চত্বরেই পণ্ড হয়ে যায়।

এ সময় যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়।

এর আগে জেলা যুবদলের সভাপতি অ্যাড. পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মামুন রেজা খান, সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা রাব্বি শামীম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাফিজ আহম্মেদ বাবলুসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন যুবদলের নেতা-কর্মীরা।

এ সময় বক্তারা সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির সব নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানান।  

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।