শুক্রবার (২৮ জুলাই) সকালে পটুয়াখালীর পায়রা নদীতে লেবুখালী ব্রিজের নির্মাণকাজ পরিদর্শন শেষে নদীর দক্ষিণ পাড়ে লেবুখালী ফেরীঘাট এলাকায় জেলা আওয়ামী লীগ আয়োজিত দলের সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া লন্ডনে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছে সরকার।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানে কোথাও সহায়ক সরকার বলতে কিছু নেই। আমরাও চাই নির্বাচন কমিশনের অধীনে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।
এ সময় তিনি বর্তমান নির্বাচন কমিশনকে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন হিসেবে অবহিত করে বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নির্বাচনও নিরপেক্ষ সম্ভব, এটা পৃথিবীর সব গণতান্ত্রিক দেশেই স্বীকৃত।
মন্ত্রী বলেন, পটুয়াখালীসহ দক্ষিণ অঞ্চলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এই জেলাতেই নির্মিত হচ্ছে পায়রা সমুদ্র বন্দর, সেনানিবাস, তাপ বিদ্যুৎকেন্দ্র। পাশাপাশি সড়ক যোগাযোগের উন্নয়নে নির্মিত হচ্ছে লেবুখালী সেতু। এখন প্রমাণিত হয় রাজনীতির রোল মডেল বঙ্গবন্ধু এবং উন্নয়ন অর্জনের রোল মডেল শেখ হাসিনা।
ওবায়েদুল কাদের বলেন, দলে কোনো অবস্থাতেই সন্ত্রাসী, মাদক সেবনকারী এবং মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের সদস্য করবেন না। আগামীতে দলের সভানেত্রী যাকে মনোনয়ন দেবেন তিনিই নির্বাচন করবেন।
এর আগে তিনি একই এলাকায় নির্মাণাধীন শেখ হাসিনা সেনানিবাস পরিদর্শন শেষে সেনা কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।
মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শাহজাহান মিয়া, সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান খান মোশারেফ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময় : ১৭৪৮ ঘন্টা, জুলাই ২৮, ২০১৭
আরআই