শুক্রবার (২৮ জুলাই) দুপুরে তার নিজ বাসভবনে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বিএনপি আগামীতে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করে।
মওদুদ নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব নির্বাচন কমিশন। এ নির্বাচন কমিশন দক্ষ ও নিরপেক্ষ নয়’।
তিনি আরো বলেন, ‘দেশে সুস্থ নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারের পদত্যাগ করা উচিত। এ নির্বাচন কমিশনার দিয়ে দেশে সুস্থ, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আশা করা যায় না। এ জন্য আমাদের সবাইকে ধৈর্য্যের সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে’।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিমের সভাপতিত্বে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম শিকদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ২৮ জুলাই, ২০১৭
আরএ