ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনা জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
খুলনা জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন শুরু

খুলনা: খুলনা জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় মহানগরীর হোটেল টাইগার গার্ডেনে এ সম্মেলন শুরু হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এ সম্মেলনের উদ্বোধন করেন।

দীর্ঘ ১৫ বছর পর কাউন্সিলর ও ডেলিগেট ছাড়াই এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

তবুও উৎসাহ-উদ্দীপনার কমতি নেই নেতাকর্মীদের মাঝে। পদপ্রত্যাশীদের পক্ষে মিছিল, শ্লোগান সকাল থেকে সম্মেলন শুরুর আগ পর্যন্ত চলতে থাকে। এর আগে ২০০২ সালের ২৫ জুলাই জেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০১২ সালের ১১ জানুয়ারি ১৫ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রলীগের এক প্রেস কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়।

কমিটিতে আরাফাত হোসেন পল্টুকে সভাপতি ও মুশফিকুর রহমান সাগরকে সাধারণ সম্পাদক করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. আরাফাত হোসেন পল্টুর সভাপতিত্বে ও মুশফিকুর রহমান সাগরের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম মন্নুজান সুফিয়ান এমপি, মহানগর সভাপতি  তালুকদার আব্দুল খালেক এমপি, জেলা সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর সাধারণ সম্পাদক  মিজানুর রহমান মিজান এমপি, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) সাইফুজ্জামান শেখর, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অসিত বরণ বিশ্বাস, সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

সম্মেলনে সিলেকশনের মাধ্যমে জেলা কমিটি গঠন হওয়ার সম্ভাবনা বেশি বলে মন্তব্য করেছেন একাধিক নেতা।
 
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
এমআরএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।