ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রোববার ময়মনসিংহে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
রোববার ময়মনসিংহে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহ: মাদক বিরোধী বিভাগীয় সমাবেশে যোগ দিতে রোববার (৩০ জুলাই) ময়মনসিংহে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ রেঞ্জ পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং ময়মনসিংহ পৌরসভার পৃষ্ঠপোষকতায় এ ‘মাদক বিরোধী বিভাগীয় সমাবেশ’র আয়োজন করা হয়েছে।

আয়োজিত সমাবেশে সকাল ১১টার দিকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দুপুরে মন্ত্রী নগরীর টাউন হলে ময়মনসিংহ-বেনাপোল রোডে শামীম এন্টার প্রাইজের এসি বাস সার্ভিসের উদ্বোধন করবেন। পরে পুলিশ ব্যারাক-২ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর বিকেলে তিনি ঢাকায় ফিরে যাবেন। চলতি বছরেই আরও দু’বার ময়মনসিংহ সফর এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রীর মাদক বিরোধী বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি, নাজিম উদ্দিন আহমেদ এমপি, ফখরুল ইমাম এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দিন আহমেদ, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।   গেস্ট অব অনার হিসেবে থাকবেন দেশের বিশিষ্ট শিল্পপতি আমিনুল হক শামীম।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন- জেলা প্রশাসক খলিলুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
এমএএএম/এমআরএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।