রোববার (৩০ জুলাই) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়ার পর তুফানকে বহিষ্কারের সিদ্ধান্ত আসে।
বগুড়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন সেখ হেলাল বাংলানিউজকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনাকে কেন্দ্র করে বেলা ২ টার দিকে দলের জরুরি সভা ডাকা হয়। সভা থেকে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকারকে বহিষ্কার করা হয়েছে।
** ধর্ষিতা শিক্ষার্থী ও তার মাকে এবার চুল কেটে নির্যাতন
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
আরআইএস/এমএ