রোববার (৩০ জুলাই) বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএনএম বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ মামলার চার্জশিট দাখিল পর্যন্ত জামিন দেন।
একইসঙ্গে তাদের কেন নিয়মিত জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহববু হোসেন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।
কায়সার কামাল জানান, বিএনপির কেন্দ্র ঘোষিত সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ২৩ জুলাই টাঙ্গাইল মডেল থানায় ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় হাইকোর্ট ১৭ জনকে চার্জশিট দাখিল না করা পর্যন্ত জামিন দিয়েছেন এবং রুল জারি করেছেন।
২৩ জুলাই দুপুরে বিএনপির বর্তমান কমিটির নেতাকর্মী এবং কমিটিতে পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ওইদিন রাতেই টাঙ্গাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বাদী হয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি শামসুল আলম তোফা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ ২৬ জনের নামোল্লেখ করে মামলা করেন। সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত ওই মামলায় অজ্ঞাত আরো এক-দেড়শ’ জনকে আসামি করা হয়। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যানবাহন ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর এবং জনমনে আতঙ্ক ও ভয়ভীতি সৃষ্টিরও অভিযোগ আনা হয়।
রোববার (২৩ জুলাই) সংঘর্ষ চলাকালে পুলিশ বিএনপি কর্মী রজব মিয়া, মনিরুজ্জামান তুষার, সিরাজুল ইসলাম, সিফাত মিয়া, শহিদুল ইসলাম, আবুল হোসেন, ইকবাল হোসেন, আমির হামজা সিকদারকে গ্রেফতার করে সোমবার (২৪ জুলাই) টাঙ্গাইল আদালতে পাঠায়। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেন।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ৩০ জুলাই, ২০১৭
আরএ