ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

তালা উপজেলা বিএন‌পি নেতা বদরুজ্জামান আর নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৫, আগস্ট ৩, ২০১৭
তালা উপজেলা বিএন‌পি নেতা বদরুজ্জামান আর নেই বদরুজ্জামান মোড়ল

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মোড়ল আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)।

বুধবার (২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তৈলকু‌পি গ্রামের নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।

বদরুজ্জামান তালা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

বদরুজ্জামানের ভাই কামরুজ্জামান মোড়ল বাংলা‌নিউজকে জানান, বৃহস্প‌তিবার (৩ আগস্ট) বাদ যোহর পাটকেলঘাটার ছিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসায় প্রথম জানাযা ও তৈয়লকুপি গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।

সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপি থেকে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হ‌য়।

এ‌দিকে বিএন‌পি নেতা বদরুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃ‌তি দিয়েছেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও জেলা বিএন‌পির সাবেক সভাপতি হা‌বিবুল ইসলাম হা‌বিব।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।