ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বি চৌধুরীর বাসায় বৈঠককে রাজনীতির মেরুকরণ দেখছে আ’লীগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৭, আগস্ট ৩, ২০১৭
বি চৌধুরীর বাসায় বৈঠককে রাজনীতির মেরুকরণ দেখছে আ’লীগ

ঢাকা: নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে নতুন মেরুকরণ হচ্ছে। এটা রাজনীতির জন্য ভালো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার রাতে বিকল্পধারার চেয়ারম্যান বিকল্পধারার চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরীর বাসায় বিভিন্ন রাজনৈতিক দলেন নেতাদের নতুন জোট গঠন নিয়ে বৈঠকের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী এক সেমিনার অংশ নেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সেমিনার শেষে বের হয়ে মন্ত্রী আরও বলেন, এ জোট শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখা যাবে। নির্বাচনের সময় যে জোট হয়, সেখানে আদর্শের চাইতে কৌশলগত দিক বেশি প্রাধান্য পায়।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।