ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নড়াইলে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৮, আগস্ট ৩, ২০১৭
নড়াইলে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. লুৎফর রহমানকে (৬৫) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ।

বৃহস্পতিবার (০৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার আমবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। লুৎফর চাঁচুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।

লুৎফর রহমানের পরিবারের সদসরা অভিযোগ করে বাংলানিউজকে বলেন, সকালে চাঁচুড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের লোকজন লুৎফরকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
টিএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।