বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ‘প্রধানমন্ত্রী চাইলে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে জাপা’ শীর্ষক বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওবায়দুল কাদের এ কথা জানান।
তিনি বলেন, তারা (জাপা) যদি সরকারে না থাকতে চান, চলে যেতে পারেন, আমরা কোনো বাধা দেবো না।
রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাদক বিরোধী সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ বিষয়ক এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তবে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি এও বলেন, আমার মনে হয় না তারা ..। এমন কোন ইশারা ইঙ্গিত এই বক্তব্য থেকে বোঝা যায় না যে তারা সরকার থেকে চলে যাবেন। এমন কোনো ইঙ্গিত আমরা পাইনি। তবে এমন কোনো সংকটে আমরা পড়িনি যে, তারা চলে গেলে আমাদের ওপর আকাশ ভেঙে পড়বে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখন মহাজোট নেই, ঐকমত্যের সরকারে তাদের মন্ত্রী আছে। সাবেক প্রেসিডেন্ট, জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ নিজেও তো প্রধানমন্ত্রীর বিশেষ দূত, পতাকাবাহী গাড়িতে চলেন।
এ সময় এরশাদ ছাড়াও সরকারে থাকা জাতীয় পার্টির মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের প্রসঙ্গ টানেন সড়ক ও সেতু মন্ত্রী।
মেরুকরণ ভালো দিক
বিকল্প ধারার চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরীর বাসায় রাজনৈতিক নেতাদের বৈঠকের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মেরুকরণ হচ্ছে নির্বাচনকে সামনে রেখে। এটা একটা ভালো দিক।
‘তারা তো ওখানে বসে ষড়যন্ত্র করছে না। অসুবিধা কি। তবে এই জোট শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখতে হবে, সেজন্য অপেক্ষা করতে হবে। ’
নির্বাচনকালীন জোট প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকালীন জোট আর্দশগত হয় না। জোট হয় কৌশলগত, সময়ের প্রয়োজনে, নির্বাচনে জেতার জন্য।
মন্ত্রিসভায় রদবদল হচ্ছে কিনা জানতে চাইলে সড়ক ও সেতু মন্ত্রী বলেন, মন্ত্রিসভার রদ বদল আগস্ট মাসে হচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭/আপডেট: ১৬৫০ ঘণ্টা
এমইউএম/এসএইচ/জেডএম