বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় মানিকগঞ্জের গিলণ্ড গ্রামের মুন্নু সিটিতে অবস্থিত পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ধামরাইয়ের মুন্নু সিরামিক কারাখানা, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সৈয়দ কালুশাহ কলেজ মাঠ, মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ মাঠ, হরিরামপুর উপজেলার পাটগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং সবশেষ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিভিন্ন দলের নেতাকর্মীসহ হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেন।
মঙ্গলবার (১ আগস্ট) ভোর সাড়ে ৫টায় মুন্নু সিটির নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
মৃত্যুর সময় মুন্নুর বড় মেয়ে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। যে কারণে বুধবার দাফন হওয়ার কথা থাকলেও পিছিয়ে বৃহস্পতিবার করা হয়।
হারুনার রশিদ মুন্নু ১৯৯১ ও ১৯৯৬ সালে মানিকগঞ্জ-১ আসন থেকে এবং ২০০১ সালে মানিকগঞ্জ-২ ও ৩ আসন থেকে বিএনপির টিকিটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তাকে দপ্তরবিহীন মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
এএ