ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াত ষড়যন্ত্রের জাল তৈরির চেষ্টা চালাচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৭
বিএনপি-জামায়াত ষড়যন্ত্রের জাল তৈরির চেষ্টা চালাচ্ছে বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

কুষ্টিয়া: নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রের জাল তৈরি করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু।

শুক্রবার (০৪ আগস্ট) সকালে কুষ্টিয়ায় সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ৭৫’র খুনিরা সংবিধানের বাইরে বাংলাদেশেকে ঠেলে দিয়েছিল, যারা মুক্তিযুদ্ধকে নির্বাসনে পাঠিয়েছিল, তাদেরই ধারক-বাহক রাজাকার, যুদ্ধাপরাধী, সম্প্রদায়িক শক্তি এবং তাদের পৃষ্ঠপোষক বিএনপি জামায়াত এখনো চক্রান্ত করছে।

গণতান্ত্রিক দেশ হলে আদালতের রায়ের পর সরকার পদত্যাগ করতো- মির্জা ফখরুলের এ কথার জবাবে ইনু বলেন, সংবিধানের কোনো আইন পর্যালোচন‍া করে আদালত যদি তা বাতিল করেন তবে তার সঙ্গে সরকারের পদত্যাগের কোনো সম্পর্ক নেই।

বিচার বিভাগ বিচার বিভাগের কাজ করেছে, আইন বিভাগ আইন বিভাগের কাজ করেছে। সংবিধান সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থাকলে আদালতের মাধ্যমে সমাধান হচ্ছে। সেখানে সরকারের পদত্যাগের প্রশ্নই উঠে না।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার সহিদ হাসান, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা।

পরে মন্ত্রী কুষ্টিয়ার মিরপুর উপজেলার তিনটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ০৪ আগস্ট, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।