শুক্রবার (৪ আগস্ট) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলা জাতীয় পার্টির প্রতিনিধি সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, সারাদেশে সাংগঠনিকভাবে জাতীয় পার্টি ঘুরে দাঁড়িয়েছে।
ক্ষমতার রাজনীতিতে জাতীয় পার্টিকে ফ্যাক্টর হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, জাতীয় পার্টির সমর্থন ছাড়া কেউ সরকার গঠন করতে পারে না। এবার জাতীয় পার্টি জনগণের সমর্থনে ক্ষমতায় যেতে চায়।
পরে সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসন থেকে প্রবীণ রাজনীতিক ডা. কে. আর. ইসলামকে পরিচয় করিয়ে দেন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রবীণ নেতা ডা. কে. আর. ইসলাম, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম, জেলা জাতীয় পার্টির নেতা ও বিশিষ্ট সাংবাদিক মোশাররফ হোসেন, জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক শফিকুল আলম তপন, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, জেলা ছাত্র সমাজের আহবায়ক সাব্বির হোসেন বিল্লাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৭
এমএএএম/আরআইএস