ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচনের মাধ্যমেই বিএনপিকে জবাব দেওয়া হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
নির্বাচনের মাধ্যমেই বিএনপিকে জবাব দেওয়া হবে বক্তব্য রাখছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন/ছবি: বাংলানিউজ

ভোলা: খুনিদের বুলেটের কারণে বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্নপূরণ করে যেতে পারেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। তার অসমাপ্ত কাজগুলো করতে এ সরকারকে আরেকবার ক্ষমতায় আসতে হবে। বিএনপিকে জবাব দিতে হবে নির্বাচনের মাধ্যমেই।

শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় ভোলার উপ-শহর বাংলাবাজারে ফাতেমা খানম কমপ্লেক্সে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপি যতো কথাই বলুক না কেন তারা চারভাগের একভাগ আসনও পাবে না।

এমনকি ভোলায় একটি সিটও পাবে না বিএনপি।

ভোলার উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, তোফায়েল আহমদের নেতৃত্বে ভোলার আওয়ামী লীগ অনেক শক্তিশালী।

সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ভোলার অনেক উন্নয়ন হয়েছে, জেলার অবকাঠামো উন্নয়নে ৪শ ৬৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে, জেলার কোনো রাস্তা-ঘাট আর কাঁচা থাকবে না।

এতে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত।

রোববার (৬ আগস্ট) ভোলার বৃহৎ সেতু বাঘমারা ব্রিজ ও বোরহানউদ্দিনে গ্যাস কূপের উদ্বোধন করবেন মন্ত্রী। এছাড়াও পথসভা এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও উদ্বোধন করবেন।

বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।