শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় ভোলার উপ-শহর বাংলাবাজারে ফাতেমা খানম কমপ্লেক্সে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপি যতো কথাই বলুক না কেন তারা চারভাগের একভাগ আসনও পাবে না।
ভোলার উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, তোফায়েল আহমদের নেতৃত্বে ভোলার আওয়ামী লীগ অনেক শক্তিশালী।
সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ভোলার অনেক উন্নয়ন হয়েছে, জেলার অবকাঠামো উন্নয়নে ৪শ ৬৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে, জেলার কোনো রাস্তা-ঘাট আর কাঁচা থাকবে না।
এতে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত।
রোববার (৬ আগস্ট) ভোলার বৃহৎ সেতু বাঘমারা ব্রিজ ও বোরহানউদ্দিনে গ্যাস কূপের উদ্বোধন করবেন মন্ত্রী। এছাড়াও পথসভা এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও উদ্বোধন করবেন।
বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
এএ