ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
‘সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়’ প্রেসক্লাবে লেবার পার্টির আলোচনা সভায় উপস্থিত বক্তারা; ছবি- শাকিল

ঢাকা: বর্তমান সরকারের অধীনে দেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (০৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার হলরুমে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত 'নির্দলীয় সহায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি' শীর্ষক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সরকারের অধীনে কেমন নির্বাচন হয় তা আমরা ২০১৪ সালের ৫'ই জানুয়ারি দেখেছি।

এমন একটি সরকার যদি ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তাহলে আমরা দেখেছি ১৫৩ জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়ে যায়। সুতরাং বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই অবাধ ও অংশগ্রহণ মূলক নির্বাচন সম্ভব নয়।

বর্তমান সরকার দেশের গণতন্ত্রকে জবাই করেছে মন্তব্য করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আওয়ামী লীগই দেশে প্রথম গণতন্ত্রকে হত্যা করেছে। তারাই একমাত্র দল যারা দেশে প্রথম এক দলীয় শাসনব্যবস্থা কায়েম করেছে। তাছাড়া বিভিন্নভাবে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে।

এ সময় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কয়েক জন নেতার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, সরকার দলের এক জন নেতা বলেন তারা নাকি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে চান। আমি তাদের বলবো, আপনারা দেশে যে পরিমাণে অপশাসন ও দুর্নীতি করছেন তার সীমা নেই। এক বার সুষ্ঠু নির্বাচন দেন জনগণ ভোট দিয়ে দেখিয়ে দিবে। তখন আপনাদের মরণোত্তর নয় জীবত থাকতেই বিচার হবে।

নাগরিক সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশে আওয়ামী লীগের কোনো সরকার আছে তা আমার চোখে পড়ে না। আওয়ামী লীগ দেশ চালাছে না দেশ চালাছে পুলিশ, র‍্যাব ও বিজিবি। পায়েশ মার্কা এই সরকারে বাদাম ও পেস্তার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে ইনু ও মেনন সাহেবরা।

তিনি বলেন, শেখ মুজিবুরের আওয়ামী লীগ আর দেশে নেই। অনেক আগেই আওয়ামী লীগ কানাগলিতে হারিয়ে গেছে। এছাড়া এই সরকারের আমলে সারা দেশে এখন ধর্ষণের মহাযজ্ঞ চলছে।

এ সময় নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা.মোস্তাফিজুর রহমান ও  সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.ফরিদ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা,  আগস্ট ০৬,২০১৭
এমএসি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।