ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

'বিএনপি কিছু নেতা সবসময় বেতাল থাকেন'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
'বিএনপি কিছু নেতা সবসময় বেতাল থাকেন' বক্তব্য রাখছেন হাছান মাহমুদ/ছবি: শাকিল

ঢাকা: বিএনপির কিছু নেতা সবসময় বেতাল থাকেন। শুধু রাতে নয়, তারা দিনেও নেশাগ্রস্ত থাকেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (৭ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে 'বঙ্গ জননী আমাদের আন্দোলনের প্রেরণা ও শক্তির উৎস' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, খবর পেলাম ছাত্রদলের আসন্ন নির্বাচন উপলক্ষে বিএনপি তাদের নেতাকর্মীরা মাদকাসক্ত কিনা তা যাচাই করতে মূত্র পরীক্ষা চালু করেছে।

শুধু ছাত্রদল নয়, গয়েশ্বর রায়, তারেক রহমানসহ বিএনপির কিছু নেতার জন্যও এ পরীক্ষা চালু রাখা উচিত। কারণ তারা দিনের বেলায়ও নেশা করে বেতাল অবস্থায় জনসম্মুখে আসেন। এর প্রমাণ পাওয়া যায় তাদের বেতাল রাজনীতি দেখে।

সাবেক এই মন্ত্রী আরও বলেন, মির্জা ফকরুল ইসলাম হাইকোর্টের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনায় বসেছেন। আপনি দয়া করে মনে রাখবেন এই রায়ে সামরিক শাসনের কালো আইনের কথাও বলা হয়েছে, যা জিয়াউর রহমান করেছিলেন। ওই আইনে আপনারা নিজেরাও ফেঁসে যেতে পারেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব একজন রত্নগর্ভা ও মহীয়সী নারী ছিলেন উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের অনেক মহীয়সী নারী নিভৃতচারী ছিলেন। যারা নীরবে মহৎ কাজ সম্পাদন করে গেছেন। সেখানে অন্যতম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধুর প্রতিটি সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর মাধ্যমে দেশের সেরা রত্নগর্ভার খাতায় নাম লিখিয়েছেন।

সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মৃণাল উদ্দীন মিন্টু, সিরাজুল ইসলামসহ অন্য নেতারা।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
এমএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।