ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতা ও গণতন্ত্র টিকিয়ে রাখতে বিএনপির বিকল্প নেই 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
স্বাধীনতা ও গণতন্ত্র টিকিয়ে রাখতে বিএনপির বিকল্প নেই  আলোচনা সভা

ময়মনসিংহ: দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে বিএনপির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

তিনি বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করে এদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। এর জন্য দুর্বার আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।

 

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে নগরীর আমিরবাদ এলাকার ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহ ব্যুরো আয়োজিত ‘রাজনৈতিক নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।  
 
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহ ব্যুরো প্রধান নার্গিস আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা শাহ শিব্বির আহম্মেদ বুলু, রতন আকন্দ, তাহমিনা বানু, ফরিদা ইয়াসমিন পারভীন, ডেমেক্রোসি ফেলো জাহিদ হাসান উৎপল।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।