ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে সরকার বিচলিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে সরকার বিচলিত

নোয়াখালী: ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর সরকার বিচলিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। 

তিনি বলেছেন, বর্তমান সরকারের অবস্থা এখন নড়েবড়ে। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন আওয়ামী লীগ নেতারা।

এ রায় তারা মেনে নিতে পারছে না এবং জনগণের কাছেও যেতে পারছে না। সরকার এখন বিচলিত হয়ে পড়েছে।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাটে উপজেলা ও পৌরসভা বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মওদুদ এ কথা বলেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কারো উপর ঈর্ষান্বিত কিংবা আমাদের মুখের দিকে তাকিয়ে এ রায় দেননি। এ রায়ে গত ৯ বছরে সরকারের শাসনের বিরুদ্ধে ১৬ কোটি মানুষের মনের দুঃখ, ব্যথা-বেদনার বহিঃপ্রকাশ ঘটেছে।

অভিযোগ করে মওদুদ বলেন, এ অনুষ্ঠানটি কবিরহাটে হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে পুলিশের বাধা ও শাসক দল আওয়ামী লীগের বোমাবাজি এবং হয়রানির কারণে দলীয় নেতাকর্মীরা কোম্পানীগঞ্জে আমার বাড়িতে আয়োজন করেছেন।  

আওয়ামী লীগ গণতন্ত্রের বদলে ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন করছে বলেও অভিযোগ করেন তিনি।  

কবিরহাট পৌর বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি নেতা কামাল উদ্দিন চৌধুরী, লিটন চৌধুরী, ফখরুল ইসলাম দুলাল, ফরহাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
টিএ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।