ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিএনপি নতুন ষড়যন্ত্র করছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিএনপি নতুন ষড়যন্ত্র করছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের/ছবি: জি এম মুজিবুর

ঢাকা: সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে বিএনপি নতুনভাবে ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে দলের নেতাকর্মীদের সাংগঠনিক ও রাজনৈতিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১২ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আজকে যারা শেখ হাসিনার উন্নয়নকে সহ্য করতে পারছে না, তারা সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। এ ষড়যন্ত্রের জাল ছিন্ন করে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে সাংগঠনিক ও রাজনৈতিকভাবে প্রস্তুত থাকতে হবে।

এসময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, তারা আন্দোলন করতে ব্যর্থ, নির্বাচনে হেরে যাবে বলে তারা অংশ নেয়নি। আন্দোলন করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের জাল পেতেছে। সরকার হটাতে নতুন নতুন ইস্যু খুঁজে বেড়াচ্ছে।  

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, আমি মির্জা আলমগীর সাহবেকে বলতে চাই, আওয়ামী লীগ কখনও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। বিএনপির জন্ম হয়েছে বন্দুকের নল দিয়ে; পেছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। অন্ধকার আর ষড়যন্ত্রের পথ দিয়েই তারা এগিয়ে যাচ্ছে।  

ওবায়দুল কাদের বলেন, আমাদের কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে, এই ষড়যন্ত্রের খুঁটি কোথায় কোথায় আছে, তা আমরা জানি। এই খুঁটি তারা আঁকড়ে ধরে আছে। জনগণের মাঝে তাদের কোনো অবস্থান নেই। তাই তারা নতুন নতুন ষড়যন্ত্রের ইস্যু খোঁজে।
 
তিনি ছাত্রলীগের উদ্দেশে বলেন, সংগঠনের সুনামের ধারা বজায় রাখতে হবে। দল ভারী করার জন্য ছাত্রলীগে খারাপ লোক নেবে না। অনুপ্রবেশকারীদের ছাত্রলীগে স্থান নেই। আগাছা মুক্ত, পরগাছামুক্ত ছাত্রলীগ গড়তে হবে। গুটি কয়েকে খারাপ লোকের জন্য ছাত্রলীগের দুর্নাম হতে পারে না। খারাপদের বের করে দাও, এদের আমাদের প্রয়োজন নেই।  

এসময় ওবায়দুল কাদের বলেন, আজ এই বৃষ্টি উপেক্ষা করে এত বড় জমায়েত। এতে প্রমাণ হয় তোমাদের সাহস আছে। তোমাদের সাংগঠনিক ও রাজনৈতিকভাবে প্রস্তুত হতে হবে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে, প্রতিহত করতে।
 
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
এসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।