ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

১৪ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৫, আগস্ট ১২, ২০১৭
১৪ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই ১৪ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই

নাটোর: ১৪ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির কোনো অভিযোগ নেই দাবি করে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা বলেছেন, এজন্য আমরা আগামী নির্বাচনে আরো বেশি আসন চাইবো।

শনিবার (১২ আগস্ট) বিকেলে নাটোর এনএস সরকারি কলেজ অডিটোরিয়ামে জেলা ওয়ার্কার্স পার্টির এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

ফজলে হোসেন বাদশা বলেন, ৭২’র সংবিধাননুযায়ী দেশ পরিচালিত হলে কোনো অপশক্তি দেশে মাথাচড়া দিয়ে উঠতে পারতো না।

‍আগামীতে দেশের যেকোনো অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি কেন্দ্রীয় কমরেড মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক কমরেড আব্দুল করিম, কমরেড মিজানুর রহমান, কমরেড অ্যাডভোকেট আল-মামুন, জেলা যুব মৈত্রী সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক বিশ্বনাথ (বিশু), ছাত্র মৈত্রীর সভাপতি তোসাদ্দেক হোসেন সরকার তিতাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ‍আগস্ট ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।