ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক কারাগারে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
বাকৃবি ছাত্রদলের সাধারণ সম্পাদক কারাগারে 

ময়মনসিংহ: সাত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ কৃষি গবেষণা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন জনিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।   

সোমবার (১৪ আগষ্ট) বেলা ১১টার দিকে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এ সময় কেন্দ্রীয় যুবদল নেতা লিটন আকন্দসহ দলের সিনিয়র নেতারা আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।

 

এর আগে রোববার (১৩ আগষ্ট) বিকেলে নগরীর সার্কিট হাউজ পার্ক এলাকা থেকে ছাত্রদল নেতা জসিম উদ্দিন জনিকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ৭টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জনি। এসব মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, আগষ্ট ১৪, ২০১৭ 
এমএএএম/বিএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।