বন্যার পানিও কমতে শুরু করেছে। অন্য এলাকায় বন্যার ভয়াবহতা থাকলেও রাজশাহীতে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সোমবার (২১ আগস্ট) দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী চারঘাটের ইউসুফপুর, টাঙ্গন, সাহাপুর, রাওথা এলাকার ভাঙন এলাকা পরিদর্শন শেষে টাঙ্গন প্রাথমিক বিদ্যালয় চত্বরের সভায় যোগ দেন।
প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, নদী ভাঙন এলাকার মানুষের দুঃখ-দুর্দশা আমি বুঝি। নির্বাচিত হওয়ার পর থেকে দেখেছি ইউসুফপুর, টাঙ্গন, সাহাপুর, রাওথাসহ বাঘা উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক নদী ভাঙন।
কয়েক বছরের মধ্যে হলেও নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে বাঁধ নির্মাণের ব্যবস্থা করেছেন বলে জানান প্রতিমন্ত্রী।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী টাঙ্গন গ্রামের আলতাফ হোসেনের ৫টি ঘর নদীগর্ভে চলে যাওয়ায় দুঃখ প্রকাশ করে বলেন, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, আপনার পাশে আছি, থাকব।
বর্তমানে যেসব এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে অল্প সময়ের মধ্যে সেসব এলাকায় বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান শাহরিয়ার আলম।
নদী ভাঙন এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুখলেসুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী আবাদুল হালিম সালেহী, বিজিবি-১ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর হাসিব বুলবুল, পাউবোর উপ-সহকারী প্রকৌশলী শমসের আলী মন্টু' চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ও চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবার চন্দ্র বর্মণ উপস্থিত ছিলেন।
পরে চারঘাট এলাকা থেকে বাঘার নদী ভাঙন এলাকা পরিদর্শনের উদ্দেশে রওনা হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এসএস/এমজেএফ