ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রোহিঙ্গাদের আশ্রয় প্রদান সরকারের নৈতিক দায়িত্ব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪১, সেপ্টেম্বর ৯, ২০১৭
রোহিঙ্গাদের আশ্রয় প্রদান সরকারের নৈতিক দায়িত্ব বক্তব্য রাখছেন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লা বুলু

নোয়াখালী: বাংলাদেশ জাতীয়বাদী দল- বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লা বুলু বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গাদের আশ্রয় প্রদান ও তাদের নিজ দেশে  ফেরত পাঠানো  সরকারের নৈতিক দায়িত্ব। আজকে সারা পৃথিবী রোহিঙ্গাদের পাশে, কিন্তু বর্তমান সরকার সেভাবে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে পারেনি।

শনিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিএনপির সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রোহিঙ্গাদের আশ্রয় দিতে জাতিসংঘ, ওআইসি সহ আন্তর্জাতিক সংস্থা সমূহকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বুলু বলেন, ১৯৭১ সালে ভারত বাংলাদেশের এক কোটি জনগণকে আশ্রয় দিয়েছে।

রোহিঙ্গাদের একটি নির্দিষ্ট স্থানে আশ্রয় দিয়ে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের আবার মায়ানমারে ফেরত পাঠাতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফোরকানে আলম, জেলা বিএনপির সদস্য শামীমা রবকত লাকী, পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, বিএনপি নেতা হাজী আবুল কাশেম, মঞ্জুরুল আজীম সুমন, নাসিমুল গণি মান্না, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস, উপজেলা যুবদলের আহবায়ক সামছুর তীরমিজ স্বপন, রুস্তম আলী সহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ০৪২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।