বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে বরগুনা সার্কিট হাউজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে জুয়েল (২২), মোহাম্মদ আলী (৫০), মো. গোলাম মোস্তফা (৬০), মো. সেলিম (৪৫), রমিম (৩৩), রাজিব (৩০), রুবেল (২৫), জাহাঙ্গীর (৪৫), রফিক (৬০), শাহিন (৩০), মনির (৬০) ও স্বপনের (৫০) নাম জানা গেছে।
প্রতক্ষদর্শীরা জানায়, বরগুনার সার্কিট হাউজে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে ওই এলাকায় অবস্থান নেয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন ও ফারজানা সবুর রুমকির অনুসারীরা। এসময় রুমকির অনুসারীদের উপর অতর্কিত হামলা চালায় শওকত হাচানুর রহমান রিমনের অনুসারীরা। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ১৭ জন আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন বাংলানিউজকে জানান, রুমকির অনুসারীরা তাদের কর্মীদের উপর অতর্কিত হামলা করে। এতে তার বেশ কয়েকজন অনুসারী আহত হয়েছেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ্জামান বাংলানিউজকে জানান, পুলিশের সতর্ক অবস্থানের কারণে সংঘর্ষটি ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
টিএ