বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল থেকেই সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক এবং আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক দিনের মতোই।
এছাড়া আশুলিয়া শিল্পাঞ্চলের সকল পোশাক কারখানা খোলা রয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে ভর্তি পরীক্ষা। এর প্রভাবে ঢাকা আরিচা মহাসড়কসহ এর আশপাশের রাস্তা গুলোতে যানবাহনের চাপ রয়েছে চোখে পড়ার মতো।
সাভার-আশুলিয়া জামায়াতের ডাকা হরতালের প্রভাব মুক্ত থাকলেও যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সড়ক-মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। কেউ কোনো প্রকার অরাজকতা তৈরি করতে চাইলে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে। সেই সঙ্গে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলেও বাংলানিউজকে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (সাভার সার্কেল) খোরশেদ আলম।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
বিএস