ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অবিলম্বে আইনমন্ত্রীর পদত্যাগ দাবি রিজভীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
অবিলম্বে আইনমন্ত্রীর পদত্যাগ দাবি রিজভীর মানববন্ধনে বক্তব্য রাখছেন রিজভী আহমেদ

ঢাকা: অবিলম্বে  আইনমন্ত্রী আনিসুল হকের পদত্যাগ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, প্রধান বিচারপতির বক্তব্যে প্রমাণ হয়েছে আইনমন্ত্রী মিথ্যা বলেছেন। শপথ ভঙ্গ করেছেন।

মন্ত্রী হতে হলে শপথ নিতে হয়। রাগ অনুরাগের বশবর্তী হয়ে তিনি কোন কিছু করতে পারেন না। শপথ ভঙ্গের অপরাধে আইনমন্ত্রীর সাজা হওয়া উচিত।  

শনিবার (১৪ অক্টোবর)  সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি’তে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।  

রিজভী আহমেদ বলেন,'আইনমন্ত্রী বলেছেন, তিনি স্বাস্থ্যগত কারণে ছুটি নিয়েছেন। সরকার দলীয় বিভিন্ন মন্ত্রী ও আইনমন্ত্রীর আক্রোশমূলক কথাবার্তায়  প্রধান বিচারপতি বিব্রত হয়েছেন।  

প্রধান বিচারপতি গতকাল বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে তিনি শঙ্কিত।  

তিনি আরও বলেন, দেশে আইনের শাসন থাকলে মিথ্যাচারের অপরাধে আইনমন্ত্রীর বিচার হতো। কোন সুষ্ঠু গণতান্ত্রিক দেশ হলে এমন আচরণ সম্ভব হতো না। ভবিষ্যতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে তার বিচার হবে।  

আইনমন্ত্রীর বাবা একজন বরেণ্য আইনজীবী উল্লেখ করে রিজভী বলেন, আইনমন্ত্রীর এমন কর্মকাণ্ড তার পারিবারিক ঐতিহ্য নষ্ট করেছে।  

এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরও  উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বিএনপির সম্পাদক মণ্ডলীর সদস্য হাবিবুর ইসলাম হাবিব, আবু নাসের রহমতুল্লাহ, অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।