ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

‘বিএনপিও নির্বাচনে অংশ নেবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৫, অক্টোবর ১৪, ২০১৭
‘বিএনপিও নির্বাচনে অংশ নেবে’ ছবি-বাংলানিউজটোয়েটিফোর.কম

মাদারীপুর: ‘মুখে যাই বলুক না কেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে, তা না হলে রাজনৈতিকভাবে তারা দেউলিয়ায় পরিণত হবে’ বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুরের কালকিনিতে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

নৌ-পরিবহনমন্ত্রী বলেন, বিএনপি এখন বলছে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।

সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে পুরো সিদ্ধান্তই নির্বাচন কমিশনের। বিএনপি ক্ষমতায় থাকতে সেনাবাহিনী ব্যবহার করে ক্ষমতার অপব্যহার করেছে। তারা, যাই বলুক না কেন, বিএনপি নির্বাচনে অংশ নিবে, তা না হলে রাজনৈতিকভাবে তারা দেউলিয়ায় পরিণত হবে।

এ সময় উপস্থিত ছিলেন-কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ হাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধ‍া সংসদের কমান্ডার শাজাহান হাওলাদার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান, কালকিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর গোলাম ফারুক, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহাগ তালুকদারসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ১৪ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।