ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
নারায়ণগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল করেছেন যুবদলের নেতাকর্মীরা। পরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়।

সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, প্রধান বিচারপতির বক্তব্যে সুস্পষ্ট হয়েছে আওয়ামী লীগ সরকার মিথ্যাবাদী। এ সরকারের প্রতি মানুষের আস্থা নেই। দেশে আজ গণতন্ত্র নেই। বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সরকারের নির্যাতনে সাধারণ মানুষ আজ দিশেহারা। সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের পতন অনিবার্য।

এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মমতাজ উদ্দীন মন্তু, রানা মুজিব, জুয়েল প্রধান, মহানগর যুবদল নেতা জাকির হোসেন মাসুদ, মাহাবুবুল হাসান জুলহাস, বন্দর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহিন আহমেদ, বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক আলী নেওশাদ তুষারসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।